বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
The Daily Post

শহীদ আবু সাঈদ হত্যার ভুল তারিখ সংশোধনের দাবিতে বেরোবিতে মানববন্ধন 

বেরোবি প্রতিনিধি 

শহীদ আবু সাঈদ হত্যার ভুল তারিখ সংশোধনের দাবিতে বেরোবিতে মানববন্ধন 

নতুন পাঠ্যপুস্তকে এনসিটিবি প্রণীত নবম-দশম শ্রেণির ইংরেজি বইয়ে ‘গ্রাফিতি’ শিরোনামে এক অধ্যায়ে বলা হয়, ২০২৪ সালের ১৭ জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ শহীদ হন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার এই ভুল তারিখ সংশোধনের দাবি এবং অভ্যুত্থানের ইতিহাস বিকৃতির চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বেরোবি শিক্ষার্থীরা।

সোমবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এই মানববন্ধন করেন। এতে শিক্ষার্থীরা বলেন, এই ভুল আমরা উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছি। 

আমরা মনে করি এটা আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে এবং গণঅভ্যুত্থানকে বিকৃতভাবে উপস্থাপন করে আগামী প্রজন্মকে গণঅভ্যুত্থান সম্পর্কে বিভ্রান্ত করতে এই ভুল করা হয়েছে। এই উদ্দেশ্যপ্রণোদিত ভুলের সঙ্গে যারা জড়িত অতিদ্রুত তাদের বিচার দাবি করছি। 

টিএইচ